জেলা পর্যায়ে স্ট্র্যাটেজিক প্লানিং ও গ্রোথ ওয়ার্কশপ ২০২০
Profile picture for user roverscoutrabbi2@gmail.com_1
Bangladesh

জেলা পর্যায়ে স্ট্র্যাটেজিক প্লানিং ও গ্রোথ ওয়ার্কশপ ২০২০

জেলা পর্যায়ে স্ট্র্যাটেজিক প্লানিং ও গ্রোথ ওয়ার্কশপ ২০২০ বাংলাদেশ স্কাউটস, নেত্রকোনা জেলা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক জনাব আরশাদুল মুকাদ্দিস মহোদয়। এছাড়া আরও উপস্থিত ছিলেন জাতীয় উপ কমিশনার(স্ট্র্যাটেজিক প্লানিং ও গ্রোথ), জনাব মো: জামাল হোসেন; জাতীয় উপ কমিশনার(স্ট্র্যাটেজিক প্লানিং ও গ্রোথ) জনাব জিয়াউল হুদা হিমেল; সম্পাদক, বাংলাদেশ স্কাউটস, ময়মনসিংহ অঞ্চল জনাব মো: জামাল উদ্দিন আকন্দ, উপ পরিচালক মোসা: মাহফুজা পারভীন; আঞ্চলিক উপ কমিশনার(স্ট্র্যাটেজিক প্লানিং ও গ্রোথ) জনাব এ. জেড. এম আব্দুল কাদের; সম্পাদক, নেত্রকোনা জেলা জনাব মো: লুৎফুর হায়দার ফকির; সহকারী পরিচালক মো: আব্দুল্লাহ আল মামুন; সহকারী পরিচালক মো: এখলাস উদ্দীন ও জেলার আওতাধীন সম্মানীত অংশগ্রহণকারীবৃন্দ।
Number of participants
35
Service hours
140
Topics
Global Support Assessment Tool
Good Governance
Personal safety
Youth Engagement

Share via

Share