Profile picture for user arnobjoydher58@gmail.com
Bangladesh

জাতীয় ভিটামিন এ প্লাস’ ক্যাম্পেইন,২০২৫

শৈশবকালীন অন্ধত্ব প্রতিরোধ এবং শিশুমৃত্যুর হার কমাতে ছয় থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। মোট এক লাখ ২০ হাজার টিকাদান কেন্দ্রেটিকা খাওয়ানোর ব্যবস্থা হচ্ছে।আজ ১৫ মার্চ ২০২৫, বরিশাল শহরে, শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের আমি ক্যাপসুল বিতরনে সহোযোগিতা করেছি।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ৬-১১ মাস বয়সী শিশুদের নীল ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের লাল ক্যাপসুল খাওয়ানো হবে। টিকাদান কেন্দ্রে শিশুদের উপস্থিতি বেশ ভালো ছিল।
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে বছরে ২ বার ৯৮ শতাংশ শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানোর ফলে ভিটামিন ‘এ’ অভাবজনিত অন্ধত্বের হার ১ শতাংশের নিচে কমে এসেছে এবং শিশু মৃত্যুর হারও কমেছে।ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর জন্য শিশুদের ভরাপেটে কেন্দ্রে নিয়ে যেতে হবে।টিকাকেন্দ্রের স্বাস্থ্যকর্মী বা স্বেচ্ছাসেবক ক্যাপসুলের মুখ কাঁচি দিয়ে কেটে ভেতরে থাকা সবটুকু তরল শিশুকে খাওয়াবেন। শিশুদের কান্নার সময় অথবা তাদের জোর করে ক্যাপসুল খাওয়ানো যাবে না।
Number of participants
2
Service hours
1
Beneficiaries
5
Location
Bangladesh
Topics
Health lifestyles
Healthy Planet
Humanitarian action
SDGS

Share via

Share