ইফতার বিতরণ
কিছু সময় আমাদের ছোট পদক্ষেপ মানুষের মনে এনে দেয় আত্মতৃপ্তি। সারা দিন শেষে কিছু মানুষ পারে না নিজ বাসায় গিয়ে ইফতারি করতে। আসুন আমরা পরিবর্তনের এই মাসে নিজ নিজ মানসিকতার উন্নয়ন ঘটাই এবং মানুষের পাশে দাড়াই।
০৮ এপ্রিল বাংলাদেশ স্কাউটস দিবস উপলক্ষে, শরীয়তপুর মুক্ত রোভার স্কাউট গ্রুপের আয়োজনে আমি ও আমার দলের সদস্যরা শরীয়তপুর মনহোরমোরে ইফতার বিতরণ কার্যক্রোম পরিচালনা করি। পবিত্র মাহে রমজানে যারা দিন শেষে ইফতার করতে পারার অনিশ্চয়তায় ভোগে তাদের মাঝে আমি সহ আমার দল ইফতার বিতরণ করি।
মানুষ আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব। আমাদের কাজকর্ম দ্বারা প্রভাবিত হয় পুরো বিশ্ব। তাই আমাদের হতে হবে একে অপরের প্রতি সহানুভূতিশীল।
আমারা ইফতার বিতরণের মাধ্যমে মানুষের মুখে আত্মতৃপ্তির মৃদু হাসি লক্ষ করি। যা আামাদেরকে করেছে উৎসাহিত। আমাদের দেখা দেখি সমাজের মানুষের মধ্যে মনুষ্যত্ব বিকাশের সুযোগ রয়েছে।