
International Day of Peace Celebration Organized by Bangladesh Scouts Sylhet District Rover
বাংলাদেশ স্কাউটস সিলেট জেলা রোভারের আয়োজনে International Day of Peace উৎযাপন করা হয়। এতে জেলা রোভারের ২৫০ জন রোভার স্কাউট অংশগ্রহন করে পিস র্যালি বৃক্ষ রোপণ এবং শান্তি দিবসের বিষয় তাৎপর্য নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ স্কাউটস Messenger of Peace বিভাগের তত্বাবধানে দুজন Local Coordinator সেখানে scout.org এবং Peace নিয়ে আলোচনা করেন।