ইদ যাতত্রায় ট্রাফিক নিয়ন্ত্রন সেবা কার্যক্রম

ট্রাফিক পুলিশ এর পাশাপাশি এই সেবা কার্যক্রম দেয়ার মাধ্যমে গাজিপুরে বসবাসরত মানুষ তাদের ইদ যাত্রা নির্বিজ্ঞ এবং সস্থিতে করতে পেরেছে বলে ধারণা করা হয়। এবং সড়ক পথে শিঙ্খলা ফিরে আসবে বলে ধারনা করা হয়। উক্ত সেবা কার্যক্রম করতে গিয়ে রোভার সদস্যরা নিরাপদে মানুষকে রাস্তা পারাপার,পথ হারানু মানুষ কে সঠিক পথ দেখিয়ে দেয়া রাস্তায় বিপদ গ্রস্ত মানুষকে নানা ভাবে সহায়তা করে, নির্বাহী ইত্যাদি ম্যাজিস্ট্রেট কে মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা সহ আরো অন্যান্য কার্যক্রম সেবা পরিচালনা করে।
১৯ শে এপ্রিল ২০২৩ থেকে ২১ এপ্রিল ২০২৩ পর্যন্ত ৩ দিন প্রতি দিন সকাল ৮ ঘটিকা হতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত জেলা প্রশাসন, গাজিপুর এর উদ্ধগে নির্বাহী ম্যাজিস্ট্রেট স্যারদের তত্ত্বাবধানে বাংলাদেশ স্কাউটস,গাজিপুর জেলা রোভারের বিভিন্ন ইউনিটের রোভারগন ট্রাফিক নিরাপত্তা কার্যক্রম করেছে।
Peace & Community engagement
Started Ended
Number of participants
65
Service hours
8
Beneficiaries
80000
Location
Bangladesh
Topics
Communications and Scouting Profile
Humanitarian action
Peacebuilding
Partnerships

Share via

Share