ইদ যাতত্রায় ট্রাফিক নিয়ন্ত্রন সেবা কার্যক্রম
১৯ শে এপ্রিল ২০২৩ থেকে ২১ এপ্রিল ২০২৩ পর্যন্ত ৩ দিন প্রতি দিন সকাল ৮ ঘটিকা হতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত জেলা প্রশাসন, গাজিপুর এর উদ্ধগে নির্বাহী ম্যাজিস্ট্রেট স্যারদের তত্ত্বাবধানে বাংলাদেশ স্কাউটস,গাজিপুর জেলা রোভারের বিভিন্ন ইউনিটের রোভারগন ট্রাফিক নিরাপত্তা কার্যক্রম করেছে।
এই ট্রাফিক সেবা কার্যক্রমে গাজিপুর জেলা রোভারের প্রায় ৬০ জন রোভার সদস্য এবং ৫ জন রোভার স্কাউট লিডার এবং গাজিপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গন গাজিপুরের গুরুত্বপুর্ন সড়ক পয়েন্ট ১) গাজিপুর চৌরাস্তা ২) টংগী স্টেশন রোড ৩) চন্দ্রা ৪) গাজিপুর বাইপাস সড়ক ৫) রাজেন্দ্রপুর চৌরাস্তা এই স্থানগুলোতে ট্রাফিক সেবা এবং ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
ট্রাফিক পুলিশ এর পাশাপাশি এই সেবা কার্যক্রম দেয়ার মাধ্যমে গাজিপুরে বসবাসরত মানুষ তাদের ইদ যাত্রা নির্বিজ্ঞ এবং সস্থিতে করতে পেরেছে বলে ধারণা করা হয়। এবং সড়ক পথে শিঙ্খলা ফিরে আসবে বলে ধারনা করা হয়। উক্ত সেবা কার্যক্রম করতে গিয়ে রোভার সদস্যরা নিরাপদে মানুষকে রাস্তা পারাপার,পথ হারানু মানুষ কে সঠিক পথ দেখিয়ে দেয়া রাস্তায় বিপদ গ্রস্ত মানুষকে নানা ভাবে সহায়তা করে, নির্বাহী ইত্যাদি ম্যাজিস্ট্রেট কে মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা সহ আরো অন্যান্য কার্যক্রম সেবা পরিচালনা করে।
এই সেবা কার্যক্রমের মাধ্যমে নিরাপদ সকড় প্রতিষ্ঠা,সড়কে শিঙ্খলা প্রতিস্থা,সড়ক আইন মেনেচলা, সহ ইত্যাদি বিষয় শিক্ষা নেয়া বা সচেতনতা সৃষ্টি হয়। https://fb.watch/k4hOwFJxBM/ https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02ZRxJHbdVLgZsEQ5uWGw6qxT421oy2B23iAq6kX59mcMbRbg4eSzhipjGovVPp4Vxl&id=100064471430895&mibextid=Nif5oz