Profile picture for user anika urmi
Bangladesh

ঈদ উপলক্ষে রেলওয়ে যাত্রী সেবা 2024।

ঈদের সময় অনেক যানজট থাকে এবং যানবাহনগুলোর টিকিট পাওয়া খুবই কষ্টকর। তাই অনেক সময় দেখা যায় উৎসবের দিনে স্বজনের বাড়িতে যেতে পারেন না অনেকে। একটু শৃঙ্খলা বজায় রাখতে পারলে অনেকেই যেতে পারবে। এছাড়া যারা যান তাদের যাত্রায় অনেক কষ্ট হয় তাই আমি চাই তাদের যাত্রা আরামদায়ক হোক। ঈদের সময় রেলস্টেশনে খুব ভিড় থাকে। ঈদের আগে সবাই নিজ নিজ গ্রামে পরিবার-পরিজন নিয়ে একসঙ্গে ঈদ উৎসব উদযাপন করতে যায় তাই রেলস্টেশন ও বাস স্টেশনগুলোতে খুব ভিড় থাকে এবং টিকিট পাওয়া খুবই কঠিন।
আমাদের এই যাত্রী সেবা কারণে অনেক শৃঙ্খলা বজায় থাকে এবং অনেক জাতীয় উপকৃত হয়। এবং আমাদের নিজের মধ্যেও অন্যরকম একটি খুশি কাজ করে। আমাদের সকলের উচিত যাত্রী পথে শৃঙ্খলা বজায় রাখা এবং এর সাথে সম্পর্কিত সব কিছুতে ই আইনকানুন নিয়ম শৃঙ্খলা বজায় রাখা।
আমাদের এই যাত্রী সেবা কারণে অনেক শৃঙ্খলা বজায় থাকে এবং অনেক জাতীয় উপকৃত হয়। এবং আমাদের নিজের মধ্যেও অন্যরকম একটি খুশি কাজ করে। আমাদের সকলের উচিত যাত্রী পথে শৃঙ্খলা বজায় রাখা এবং এর সাথে সম্পর্কিত সব কিছুতেই আইনকানুন নিয়ম শৃঙ্খলা বজায় রাখা।
Started Ended
Number of participants
33
Service hours
30
Beneficiaries
1200
Location
Bangladesh
Topics
Better Choice
Civic engagement
Entrepreneurship

Share via

Share