ঈদ-উল-ফিতরে ঘরমুখী মানুষের সেবায় স্কাউট
প্রতিবছর ঢাকা থেকে বহু মানুষ ঈদের ছুটিতে গ্রামে যায় তাদের স্বজনদের সাথে ঈদ পালনের জন্য। এ সময় স্টেশনে থাকে উপচে পড়া ভিড়। ঘরমুখী মানুষদের এই ভিড়ে সামলানো ও তাদের সহযোগিতার জন্য ঈদের আগে স্কাউটরা যাত্রী সেবা দিয়ে থাকে। যেন ঘর মুখে মানুষগুলো সুরক্ষিত ও সমস্যা বিহীনভাবে তাদের বাসায় পৌঁছাতে পারে এবং কেউ টিকেটবিহীন ভাবে ট্রেন যাত্রা করে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি না করে।
যাত্রীসেবা প্রদানের সময় স্কাউটরা স্টেশনের কর্মকর্তাদের বিভিন্ন কাজে সাহায্য করে। তারা সচেষ্ট থাকে যেন কেউ বিনা টিকেটে ট্রেন গমন করে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি না করতে পারে এছাড়া তারা যাত্রীদের সেবা প্রদানে ও যাত্রীদের তথ্য প্রদানের জন্য সর্বদা প্রস্তুত থাকে। স্কাউটরা ঈদুল ফিতরের ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড় নিয়ন্ত্রণ করে যেন যাত্রীরা যথাযথভাবে তাদের ট্রেনে সময় মত পৌঁছে তাদের যাত্রা শুরু করতে পারে ।
প্রতিবছরই হাজারো কষ্ট উপেক্ষা করে মানুষজন তাদের স্বজনদের কাছে যায় ঈদ পালনের লক্ষ্যে। স্কাউটরা চেষ্টা করেছে এই কষ্টকে কিছুটা কমানোর। তারা দলবদ্ধ হয়ে যাত্রী সেবা প্রদানের জন্য কাজ করেছে। এখান থেকে তারা দলবদ্ধ ভাবে কাজ করা এবং দায়িত্ববান হওয়া শিখেছি।