Profile picture for user tareqmunawar1212@gmail.com
Bangladesh

ঈদ আনন্দ ঘরে ঘরে

ঈদ আনন্দ বয়ে যাক সবার ঘরে ঘরে। এই প্রত্যাশায় আমরা গরিব, দুস্থ, অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করি। যেসব নিম্নমধ্যবিত্ত পরিবার ঈদের আনন্দ উপভোগ করতে পারেনা তাদের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।

আমরা নিজ অর্থায়নে ১০০ পরিবারের জন্য ঈদ সামগ্রী ক্রয় করি। প্রকৃত দুস্থ পরিবার খুজে খুজে আমরা তালিকা প্রনয়ন করি। ঈদের দুইদিন আগে ১৪ ও ১৫ তারিখ আমরা সবগুলো পরিবারকে একত্রিত করে তাদের মাঝে বিতরণ কার্যক্রম পরিচালনা করি। ঈদ সামগ্রীর মধ্যে আমরা তাদের রান্না করা খাবার ও ঈদের দিন রান্না করার জন্য আলু, তেল, পেয়াজ, রসুন, লবন ও মশলা দেই। ছোট বাচ্চাদের জন্য বিস্কুট ও চকলেট দিলে তারা অত্যন্ত খুশি হয়।

মানবতার পাশে দাঁড়াতে পেরে আমরাও অত্যন্ত আনন্দিত। আমরা অল্প কিছু অর্থ খরচ করে তাদের মাঝে হাসি ফোটাতে পেরে আমাদের কার্যক্রম সার্থক বলে মনে করছি। আমরা এরকম কাজ যাতে আরো বড় আকারে করতে পারি তার উদ্দ্যোগ গ্রহণ করেছি। পরিশেষে, ঈদ আনন্দ সবার মাঝে ছড়িয়ে যাক এই প্রত্যাশায়।

Started Ended
Number of participants
1
Service hours
12
Beneficiaries
100
Location
Bangladesh
Topics
Humanitarian action
Health lifestyles

Share via

Share