Hajj service 2015, saudi Arab
সৌদিঅারব এ হজ কার্যক্রমে সেবা দান ২০১৫
বাংলাদেশ সরকার এর মাধ্যমে প্রতিবছর রোভার স্কাউটরা সৌদিঅারব এ হজ পালন করতে যায় এবং হজ যাত্রীদের সেবাপ্রদান করে। ২০১৫ সালে অামি হজ পালন করি এবং হজ যাত্রীদের সেবা কার্যক্রমে অংশগ্রহন করি। অামি মোট ৪৩ দিন এই কার্যক্রমে অংশগ্রহন করি। আমি এই সেবা কাজে অংশ নিতে পেরে গর্বিত।