Hajj camp 2017, bangladesh
হজ ক্যাম্প ২০১৭
বাংলাদেশ স্কাউটস এর রোভাররা হজ যাত্রীদের নিয়ে হজ ক্যাম্প এ সেবা দিয়ে যাচ্ছে ১৯৭৪ সাল থেকে। ২০১৭ সালেও মোট ৫৮০ জন রোভার এই সেবা কার্যক্রম এ অংশ নেয়। তারা হজ যাত্রীদের হজ ক্যাম্প এর সকল ধরনের সেবা প্রদান করে থাকে। অামি নিজে এই কাজে অংশ গ্রহন করি। রোভার স্কাউটদের সেবা কাজের মধ্যে অন্যতম স্বাস্থ্যসেবা, আবাসন, ইমিগ্রেশন, তথ্য প্রদান করে থাকে।