Profile picture for user fardin2003
Bangladesh

হজ্জ ক্যাম্প ও ফিরতি হজ্জ ফ্লাইট সার্ভিস-২০২৩

প্রতিদিন একটি ভাল কাজ ও কারো না কারো সেবা করা এই প্রতিপাদ্যের মাধ্যমে অনুপ্রাণিত হয়ে আমি হাজীদের সেবা প্রদান করি।

হজ্জ ক্যাম্প ও ফিরতি হজ্জ ফাইটে ক্যাম্প ২০২৩ এ ,আমি প্রায় ২২ দিন আশকোনা হজ্জ ক্যাম্পে অবস্থান করি এবং হজ্জের উদ্দেশ্যে আগত হাজীদের দিনরাত নিরলসভাব সেবা প্রদান করি।তাদেরকে পর্যাপ্ত তথ্য সেবা প্রদানের পাশাপাশি দিক নির্দেশনা,প্রবেশসদ্বারে পৌছে দেয়া,বোর্ডিং পাশ গেটে নিয়ে যাওয়া,তাদের নিরাপত্তা প্রদান করি।

বাংলাদেশ স্কাউটস আয়োজিত সেবামূলক প্রকল্প "হজ্জ ক্যাম্প ও ফিরতি হজ্জ ফ্লাইট ক্যাম্প ২০২৩" এ আমি হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর,ঢাকা ও আশকোনা হজ্জ ক্যাম্পে অবস্থান করে সেখানে আগত আল্লাহর মেহমান সম্মানিত হাজীদের নিরলসভাবে সেবা প্রদান করেছি।সম্মানিত হাজীরা আমার কাছ থেকে সেবা পেয়ে উপকৃত হয়েছেন। হজ্জ ক্যাম্প ও ফিরতি হজ্জ ফাইট ক্যাম্প ২০২৩ এ হাজীদের সেবা প্রদান করে তাদের কাছ থেকে অনেক দোয়া পেয়েছি যা আমার কাছে পরম পাওয়া।তাছাড়া তাদের কাছ থেকে অনেক কিছু জানতে ও শিখতে পেরেছি।নতুন কিছু জানতে পেরেছি।

Started Ended
Number of participants
1
Service hours
36
Beneficiaries
2000
Location
Bangladesh
Topics
Humanitarian action
Peacebuilding
Youth Engagement
SDGS

Share via

Share