হজ্জ ক্যাম্প - ২০১৯
২৫-৩০ জুলাই, ২০১৯ বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চলের সহযোগিতায় হজ্জ ক্যাম্পে হজ্জ পালনের জন্যে সৌদি আরবের উদ্দেশ্যে রওনাকৃত হাজীগণকে সেবা প্রদানের জন্যে হজ্জ ক্যাম্পের ৫ম শিফটের রোভার স্কাউটদের মাধ্যমে সেবা প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত সেবা প্রদান কার্যক্রমে সেবা প্রদানের সুযোগ দেয়ার জন্যে কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চল এর প্রতি।