"হজ যাত্রীদের সেবায় বাংলাদেশ স্কাউটস"
স্কাউটে অংশ গ্রহনের পর থেকেই শিখেছি স্কাউটরা সর্বদাই মানব সেবায় নিয়োজিত। রোভার স্কাউটদের মোটোই হলো সেবা। হজ যাত্রীদের সেবার উদ্দেশ্যেই এই প্রজেক্টটি গ্রহণ করে বাংলাদেশ স্কাউটস। হজ যাত্রীদের সেবায় নিয়োজিত করে পুরো দেশের অসংখ্য রোভার স্কাউটদের যারা অক্লান্তভাবে হজ যাত্রীদের সর্বদা সেবা প্রদান করে যেন তাদের যাত্রা কে আরো সহজ এবং সুন্দর হয়।
এই প্রজেক্টে একমাস সম্পূর্ণ হজ ক্যাম্প বাংলাদেশ স্কাউটস্ এর রোভার স্কাউটদের অধীনস্থ করা হয়। তারা ২৪ ঘন্টা শিফট অনুযায়ী হজ যাত্রীদের সেবায় নিয়োজিত থাকে। হজ ক্যাম্পের সুরক্ষা হজ যাত্রীদের ডরমেটরি তে সুরক্ষিতভাবে থাকার ব্যবস্থা করা, ডরমেটরি সুরক্ষা, ডরমেটরি থেকে সময় মত ইমিগ্রেশন এর জন্য যাওয়া ইত্যাদি সকল কাজে রোভার স্কাউটরা অত্যন্ত আন্তরিকতার সাথে হজ যাত্রীদের সেবা প্রদান করে।
আমি প্রজেক্ট থেকে শিখেছি নেতৃত্ব প্রদান করা, সকলের সাথে আন্তরিকভাবে মিশে থাকা, ভালোভাবে কাজ সম্পন্ন করা, নিজের দায়িত্ব সতর্কতার সাথে পালন করা সর্বোপরি নিঃস্বার্থভাবে নিজেকে মানুষের মাঝে বিলিয়ে দাও।