Bangladesh

হজ যাত্রীদের হজ যাত্রায় সেবা

স্কাউটে অংশ গ্রহনের পর থেকেই শিখেছি স্কাউটরা সর্বদাই মানব সেবায় নিয়োজিত। রোভার স্কাউটদের মোটোই হলো সেবা। হজ যাত্রীদের সেবার উদ্দেশ্যেই এই প্রজেক্টটি গ্রহণ করে বাংলাদেশ স্কাউটস। হজ যাত্রীদের সেবায় নিয়োজিত করে পুরো দেশের অসংখ্য রোভার স্কাউটদের যারা অক্লান্তভাবে হজ যাত্রীদের সর্বদা সেবা প্রদান করে যেন তাদের যাত্রা কে আরো সহজ এবং সুন্দর হয়।
আশকোনা হজ ক্যাম্পে হজযাত্রীদের সহায়তা করেছি। প্রতিটি শিফটে হজযাত্রীদের যতটুকু সম্ভব সহায়তা করার চেষ্টা করেছি । প্রতিটি শিফট ছয় ঘন্টা হজযাত্রীদের সহায়তা করেছি । আমি প্রধান ফটকে ডিউটিতে ছিলাম এবং আমার প্রধান কাজ ছিল হজ ক্যাম্পে প্রবেশকারী হজযাত্রীদের পরিচয় যাচাই করা।এছাড়াও ডরমিটরিতে প্রবেশকারী প্রত্যেক হজযাত্রীর যোগাযোগের তথ্য সংরক্ষণ করেছি।
আমি প্রজেক্ট থেকে শিখেছি নেতৃত্ব প্রদান করা, সকলের সাথে আন্তরিকভাবে মিশে থাকা, ভালোভাবে কাজ সম্পন্ন করা, নিজের দায়িত্ব সতর্কতার সাথে পালন করা সর্বোপরি নিঃস্বার্থভাবে নিজেকে মানুষের মাঝে বিলিয়ে দাও।
Started Ended
Number of participants
1
Service hours
24
Beneficiaries
250
Location
Bangladesh
Topics
Inner peace and spirituality
Civic engagement

Share via

Share