হিট স্টোক থেকে বাচার কর্মসূচি।
আমি শিখতে পেড়েছি কীভাবে স্যালাইন তৈরি করতে হয়, কিভাবে হিট স্টোক থেকে বাচা যায়, অতিরিক্ত গরমে কী করতে হয়।
২৭/০৪/২০২৪ইং, তারিখ রোজ শনিবার সুফিয়াদেওয়ান ওপেন স্কাউট গ্রুপ এর পক্ষ থেকে ঢাকা জেলার লালবাগ অঞ্চলে এই প্রচন্ড তাপ দাহে রাস্তায় শ্রমজীবী, খেটে খাওয়া মানুষের মাঝে শরবত, খাবার স্যালাইন ও 'হিট স্টোক' কি করণীয়, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।
শিখতে পেড়েছি কীভাবে স্যালাইন তৈরি করতে হয়, কিভাবে হিট স্টোক থেকে বাচা যায়, অতিরিক্ত গরমে কী করতে হয়।