হীড ইন্টারন্যাশনাল স্কুলে অগ্নি নির্বাপণে সহায়তা
হতাথ দুপুরের দিকে এক রোভার ভাউ থেকে খবর জানতে পারলাম, মিরপুর ১১ দিকে এক হিড ইন্টারন্যাশনাল স্কুল এর ভিতর ক্লাস চলাকালিন সময়, অগ্নি দূর্ঘটনা ঘটেছে। এক কাজের মাঝে প্রস্তুতি নিলাম তাদের সাহায্য যাবার জন্য। তারপর ইউনিট এর সিনিয়র কে ইনফর্ম করেই চলে গেলাম সাহায্যের হাত হারাতে। আমি এবং আরও বেশ কিছু রোভার মিলে আমাদের যততুকু সম্ভব চেস্টা করেছি, আগুন নিভাতে ফায়ার সার্ভিস কর্মকর্তা দের
এখন বেশ কিছুটা ভয়ঙ্কর ছিল বলা যেতে পারে, আমরা গিয়ে দেখি বিল্ডিং এর সম্পূর্ণ আগুন এবং অন্ধকার কালো ধোঁয়া দিয়ে ভরা । ফায়ার এক্সাক্টলি সকল ছাত্র-ছাত্রীদের নিরাপদ ভাবে বের করে দেওয়া হয়েছিল। পরিবেশ নিয়ন্ত্রণের জন্য রোবাররা ফায়ার সার্ভিসকে পর্যাপ্ত সাহায্য করছিলাম। তারপর আমরা উপরে গিয়ে তল্লাশি করি যেন কোন আহত বা আটকা পড়ে না থাকে।
ঠিক সময়ে অগ্নিকাণ্ডের কথা জেনে, বাচ্চাদের নিরাপদ ভাবে বের করে আনা হয়েছিল। তা না হলে ভয়াবহ এবং বিপর্যয়ে হতো। তাও আমরা বারবার উপরে গিয়ে খুজছিলাম যেন কোন বাচ্চা আটকা পড়ে না থাকে। তারপর আমরা যখন কনফার্ম করতে পারলাম সেখানে কোন কেউ আটকা নি তারপর আমরা নিয়ন্ত্রণের কাজে লেগে পড়লো।
আমরা অনেক কিছুই লিখতে পারলাম এই দুর্ঘটনায় কাজ করে। আমরা মূলত করেছি যে ভিতরে কেউ আছে নাকি তার জন্য উদ্ধার চেষ্টা চালিয়েছি। বাহিরে পুলিশদের সাহায্য করেছি একটু ভিড়কে পরিবেশকে শান্ত করার জন্য। এবং নিজেদের নিরাপত্তা মাথায় রেখে ফায়ার সার্ভিসের সাথে কাজ করেছি