
হামীম ইলেক্ট্রনিকস গুদামে আগুন
আগুনের বিভিন্ন দুর্ঘটনার কারণে অনেক সময় দেখা যায় বিভিন্ন পরিবার তাদের আপন লোক হারায়। এছাড়া সরকারি বেসরকারি অনেক আর্থিক ক্ষতি হয়। বড় বড় আর্থিক ক্ষতির কারণে পরিবারসহ সকলের মানসিক চাপ বেড়ে যায় এবং কেউ কেউ আত্মহত্যা করে।
হামীম ইলেক্ট্রনিকস গোডাউন,বিজয়নগর,ঢাকায় আনুমানিক সন্ধ্যা ০৬.৩০ ঘটিকায় ভয়াবহ অগ্নিকার্ন্ডের ঘটনা ঘটে। তো ঘটনা সূত্র জানতে পেরে ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি বাংলাদেশ স্কাউটস, রেড ক্রিসেন্ট সোসাইটি, ফায়ার সেচ্ছাসেবক বৃন্দ কাধে কাধ মিলিয়ে আগুন নেভানোর কাজে সহযোগিতা করেন।
শাহজাহানপুর রেলওয়ে ওপেন স্কাউট গ্রুপের রোভারবৃন্দ তাদের সাধ্যমতো চেষ্টা করেন কাজ করার।
দূর্ঘটনা ঘটতে সময় লাগে না। ছোট একটি বিষয় এর কারণে দূর্ঘটনা ঘটতে পারে। তাই সবসময় সাবধান থাকা উচিত।