Girl Health Awareness Program at Lalmonirhat by Crystal Open Scouts
Profile picture for user MD. FAZLE RABBY_1
Bangladesh

Girl Health Awareness Program at Lalmonirhat by Crystal Open Scouts

টেকসই উন্নয়নের প্রধান অনুসংগ স্বাস্থ্য। SDG 3: Good Health and Well- Being স্কাউটের চরে আমরা স্বাস্থ্য নিয়ে তিনভাবে কাজ করি। সচেতনতা, উপকরণ ও চিকিৎসা । সচেতনতায় নিয়মিত দাঁত পরিষ্কার করার নিয়ম ও ব্রাশ, পেস্ট প্রদান। টয়লেট ব্যাবহারের পরে ও খাবার আগে হাত ধোয়ার উপকারীতা জানিয়ে সাবান প্রদান। নিয়মিত কৃমির ঔষধ সরবরাহ। নোখ কাটা, গর্ভবতী মহিলাদের ৫টি ঝুঁকি ইত্যাদি । উপকরনে নিরাপদ খাবার পানি প্রাপ্তির জন্য প্রতি ১০ ঘরে একটি টিউবওয়েল ও ৬২টি স্যানিটারি ল্যাট্রিন প্রদান। জ্বর ব্যাবস্থাপনায় থার্মোমিটার, খাবার স্যালাইন বানাতে পারা ও দেয়া এবং ফাস্ট এইড প্রশিক্ষণ দিয়ে ফাস্ট এইড বক্স স্কুলে রাখা। সম্প্রতি আমরা বয়োঃসন্ধিকালের স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করছি। আমরা আমাদের স্কুলের মেয়েদের মাসের বিশেষ দিনগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করে তাদের জন্য প্যাড সরবরাহ করছি। ক্রিস্টাল ওপেন স্কাউটস এর গার্ল ইন রোভারের সিনিয়র মেট সামিয়া রাহমান তুসি দায়িত্ব নিয়ে পরম মমতায় মেয়েদের এ বিষয়ে সচেতন করে তুলছে। আমরা প্রতিমাসে এই হতদরিদ্র এলাকার কিশোরীদের জন্য প্যাড নিয়মিত পাঠাচ্ছি। ছবিতে তুসির সেশানে, রোভার নেতা মোমেনা ও প্রধান শিক্ষক হাওয়া মিসসহ স্কুলের কিশোরীদের দেখা যাচ্ছে। আর চিকিৎসায় নিয়মিত ফ্রি মেডিক্যাল ক্যাম্প এর মাধ্যমে ও লালমনিরহাট, রংপুর ও ঢাকায় হাসপাতালে রেখে চিকিৎসার মাধ্যমে । এই মহুর্তে রংপুর মেডিকেল কলেজে স্কাউটের চরের একটি শিশু ও মহাখালী ক্যান্সার হাসপাতালে একজন বৃদ্ধ চিকিৎসাধীন আছেন। জন্ম, মৃত্যু আল্লাহর সিদ্ধান্ত। আমরা মানুষ, যথাযথ সচেতনতা ও চিকিৎসার মাধ্যমে বাঁচার চেষ্টা করতে পারি। আল্লাহ আমাদের সহায় হোন। #SDGsbyCrystal #Scout4SDGs #MakeItHappen
Number of participants
50
Service hours
150
Topics
Legacy BWF
Youth Programme

Share via

Share