ঘূর্ণিঝড় মোকা এর সচেতনতা সৃষ্টি

ঘূর্ণিঝর মোখা এর ক্ষয়ক্ষতি কমানোই আমার প্রেরণা।
আবহাওয়া অধিদপ্তরের সংবাদ পাওয়ার পর থেকে ক্লাসে গিয়ে ঘুর্ণিঝর মোকা এর সম্পর্কে সকলকে সতর্ক করি। এবং আবহাওয়া অধিদপ্তরের বিভিন্ন সংকেত সম্পর্কে বিশদ আলোচনা করি। ঘূর্ণিঝরের পূর্বে ও পরে কি ভাব৷ ক্ষয়ক্ষতি কমানো যায় তা সম্পর্কে শিক্ষার্থীদের অবগত করি।
এর ফলে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টি হয় এবং তারা ঘূর্ণিঝড় মোকাবেলা করতে নিজেদের প্রস্তুতি ও করণীয় সম্পর্কে অবগত হয়। আশা করি যেসকল শিক্ষার্থীদের সচেতন করা হয়েছে সবকল শিক্ষার্থী রা নিজেদের জান মালের রক্ষা করতে পারবে।
যশা যথা প্রস্তুতি দূর্যোগে কমবে ক্ষতি।
Number of participants
4
Service hours
24
Beneficiaries
70
Location
Bangladesh
Topics
Clean Energy
Humanitarian action
Initiatives
Environment and Sustainability
Peace and Community Engagement

Share via

Share