ঘূর্ণিঝড় "মিধিলি" তে সচেতনতা বৃদ্ধিতে রোভাররা।
ঘূর্ণিঝড় একটি মারাত্মক দুর্যোগ, এর ফলে তুলনামূলক নদীর পাড়ের মানুষজনের বেশি ক্ষয়ক্ষতি হয়, তারা সহজে আশ্রয় কেন্দ্রে যেতে চায় না, তাই আমরা কয়েকজন রোভাররা মিলে নদীর পাড়ের মানুষদের সচেতনতা বৃদ্ধিতে মাইকিং করি।
বরিশাল অঞ্চল ঘূর্ণিঝড় প্রবন এলাকা, যখনই শুনতে পেলাম ঘূর্ণিঝড় আসছে, আমাদের রোভার গ্রুপের কয়েকজন মিলে নদীর পাড়ের এলাকার মানুষদের সচেতনতা বৃদ্ধিতে মাইকিং করি সকাল থেকে সন্ধা পর্যন্ত।
এই কার্যক্রম রি করার ফলে
প্রান্তিক জনগোষ্ঠীর ৫০০ এর অধিক লোক আশ্রয় কেন্দ্রে গিয়েছে এবং তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে।