Garbage Cleaning Campaign
ডেঙ্গুতে প্রতিনিয়ত মানুষ আক্রান্ত এবং মৃত্যুবরণ করেছে তাই আমরা এই পদক্ষেপটি নিয়ে পরিবেশকে এবং জনগণকে ডেপু থেকে রক্ষা কল করতে এই উদ্যোগ নিয়েছি
ডেঙ্গুতে মানুষ আক্রান্ত হচ্ছিল এবং মৃত্যুবরণ করছিল তাই আমরা নিজ উদ্যোগে যেখানে পানি জমা এবং যেখানে এডিস মশা জন্মাতে পারে সেই সবধানে আমরা পানি অপসারণ এবং বর্জ্য অপসারণ করি। যাতে করে এডিস মশা অধ্যে অেপুর প্রাদুর্ভাব বৃদ্ধি রোধ করতে পারি।
আমরা প্রজেক্টটি যেখানে করি সেখানে সেই এলাকা ছিল একটি। জনবহুল এলাকা। সেখানে আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় পানি জমা পলিথিনের পানি জয়া এবং ডাবের খোসা আশেপাশে ফেলা রয়েছে কিন্তু সাধারণ জনগণের এই এসব নিয়ে বা ডেঙ্গু নিয়ে তাদের কোন মাথাব্যথা নেই তারা স্বাচ্ছন্দা মতো চলাফেরা করছে তাই আমরা এ প্রজেক্ট থেকে লক্ষ্য করেছি জনগণ ডেঙ্গু নিয়ে খুবই অসচেতন