Profile picture for user md samiul hasan
Bangladesh

গ্রামীণ রাস্তাঘাট উন্নয়ন ও সংস্কার প্রকল্প

আমাদের আশেপাশে অনেক গ্রামেই মানুষ কষ্ট করে চলাফেরা করে কারণ রাস্তাগুলো খারাপ। একজন স্কাউট হিসেবে আমি চেয়েছি এমন একটা সমস্যার সমাধান করতে, যা সরাসরি মানুষকে উপকারে আসবে। সেই চিন্তা থেকেই এই উদ্যোগ।
প্রথমে আমরা রাস্তার সমস্যাটি পর্যবেক্ষণ করি। এরপর প্রয়োজনীয় সরঞ্জাম জোগাড় করে স্কাউট টিম মিলে ৫ দিন ধরে কাজ করি। গর্ত খুঁড়ে মাটি ভরাট, সমানকরণ ও রাস্তা চলাচলের উপযোগী করে তুলি। আমাদের কাজ ছিল সম্পূর্ণ হাতে করা, যেটা কম খরচে এবং স্থানীয়দের সহায়তায় করা হয়।
এই প্রকল্পের মাধ্যমে আমরা শিখেছি কীভাবে টিমওয়ার্কে সমস্যার সমাধান করা যায়, কীভাবে কমিউনিটির প্রয়োজন বোঝা যায় এবং নিজ হাতে কাজ করে মানুষকে সহায়তা করা যায়। এছাড়াও বুঝেছি, ছোট ছোট কাজও বড় পরিবর্তন আনতে পারে।
Started Ended
Number of participants
18
Service hours
30
Beneficiaries
250
Location
Bangladesh
Topics
Humanitarian action

Share via

Share