Profile picture for user iqbal1212
Bangladesh

গ্রামের জীবনমান উন্নয়ন প্রকল্প ২০২৫

আমার অনুপ্রেরণা ছিল গ্রামের অসহায় মানুষদের একটু স্বস্তি এনে দেওয়া। তারা যেন নিজের প্রয়োজনীয় জিনিস নিজের মতো ব্যবহার করতে পারে, সেই সুযোগ তৈরি করে দেওয়া আমার জন্য ছিল অত্যন্ত অর্থবহ। একজন রোভার হিসেবে এই মানবিক দায়িত্ব পালন করাটাই ছিল আমার সবচেয়ে বড় প্রাপ্তি।

সৃজন ওপেন রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন গ্রামে ৩ দিনব্যাপী “গ্রামের জীবনমান উন্নয়ন প্রকল্প ২০২৫” বাস্তবায়ন করা হয়। এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশু ও নারীদের জীবনযাত্রার মান কিছুটা উন্নত করা। আমরা দরিদ্র শিশুদের পায়ে চলার কষ্ট লাঘব করতে জুতা কিনে দিই এবং কিশোরী মেয়েদের স্বাস্থ্য সচেতনতায় স্যানিটারি প্যাড বিতরণ করি। । এই মানবিক কাজের মধ্য দিয়ে আমরা স্থানীয় মানুষের সঙ্গে বন্ধন তৈরি করি এবং রোভার হিসেবে সমাজের জন্য কিছু করার তৃপ্তি অর্জন করি।

এই প্রকল্পে অংশগ্রহণ করে আমি উপলব্ধি করেছি যে, সমাজের দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের জন্য ছোট ছোট উদ্যোগও অনেক বড় পরিবর্তন এনে দিতে পারে। জুতা কিংবা একটি স্যানিটারি প্যাড হয়তো আমাদের কাছে সাধারণ বিষয়, কিন্তু যাদের এসব নেই, তাদের কাছে এটি একটি বড় সহায়তা। এ ধরনের কাজ আমাকে মানুষের প্রকৃত চাহিদা বুঝতে শিখিয়েছে এবং সহমর্মিতা, দায়িত্ববোধ ও নেতৃত্বগুণ বিকাশে সহায়তা করেছে। আমি শিখেছি—একজন রোভার স্কাউট হিসেবে শুধু নিজের নয়, অন্যের জীবনে আলো এনে দেওয়াটাই সবচেয়ে বড় অর্জন।

Started Ended
Number of participants
8
Service hours
15
Beneficiaries
350
Location
Bangladesh
Topics
Civic engagement
Health lifestyles
Humanitarian action

Share via

Share