গাছ লাগাও পরিবেশ বাঁচাও
আমি যখন ঘন বসতি এলাকায় যাএা করি সেই সময় খেয়াল করলাম আসে পাশে অক্সিজেনর খুব সমস্যা হচ্ছে এবং এক পর্যায় খেয়াল লকরলাম আশে পাশের অনেকেই অস্থতি বোধ করছে।যার ফলে মনে হলো গাছ লাগানো নিয়ে সচেতন করি এবং পরিবেশের ভারসাম্য ঠিক রাখি।
বৃক্ষরপন করবো কার্বন ডাই অক্সাইড গ্যাস কমাবো।আমাদের আজকের এই পৃথীবি সুন্দর এবং বসবাস উপযোগী করতে একমাএ আমাদের সাহায্য করে অক্সিজেন।আর এই অক্সিজেনের মূল উংস হলো গাছ। গাছ লাগানোর ফলে যেমন অক্সিজেন পাওয়া যায় ঠিক তেমন করে পরিবেশ আরো বেশি সুন্দর হয়।
এই কাজের মাধ্যমে প্রায়২০০০০ মানুষ উপকৃত হবে। আর পরিবেশে আসবে নতুন আমেজের ছোয়া।
গাছ লাগানোর ফলে যেমন মানুষ উপকার পাবে িকক তেমনি পশু পাখিরও উপকার হবে।পাখিদের নতুন আবাসন হবে এবং আশে োশশের পরিবেশ আরো সুন্দর হবে।সকলে মিলে উদ্যোগ নিয়ে কাজ করলে আরো বেশি সুফল হবে।