Profile picture for user rofinur islam
Bangladesh

গাছ লাগান, জীবন বাঁচান

আমার কলেজের অধ্যক্ষ ও রোভার স্কাউট লিডার স্যারের কাছ থেকে অনুপ্রেরণা ও সহযোগিতা পাই।

বাংলাদেশ স্কাউটস সিলেট জেলা রোভারের সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। চারাগাছ লাগানো হয়,যা আমাদের বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে ভূমিকা রাখবে।

এসডিজি এর লক্ষ্য মাত্র পূরণ, পরিবেশ রক্ষা ও তাপমাত্রায় নিয়ন্ত্রণ  করতে গাছ লাগানো প্রয়োজন। 

গাছ লাগানোর ফলে কার্বনডাইঅক্সাইড এর পরিমাণ কমবে, যার ফলে তাপমাত্রা হ্রাস পাবে আর মানুষ গাছ থেকে অক্সিজেন গ্রহণ করে। 

আজকের দিনে শিশু-কিশোরদের কাছে আগেকার দিনের ফল-ফলাদির কথা বললে তারা বিশ্বাসই করতে চায় না। সেই দিন আবার ফিরিয়ে আনতে হবে। এজন্য দরকার অধিক হারে বৃক্ষরোপণ। গাছে গাছে, ফুলে-ফলে ভরে উঠুক আমাদের বাড়ির আঙ্গিনা। স্কুল প্রতিষ্ঠানে, বাড়ির আঙ্গিনায়, রাস্তার পাশে ও পাকা বাড়ির ছাদে টবে চারা রোপণ করার কর্মসূচি অব্যাহত রাখতে হবে। বৃক্ষ নিধনের মিছিল এভাবে চলমান থাকলে মানবজীবন হুমকির মুখে পড়বে, পরিবেশের বিপর্যয় ঘটবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে, পৃথিবী ধ্বংসের মুখোমুখি হবে। তাই গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে আমাদের সবারই উচিত বেশি বেশি গাছ লাগানো।

সাধারণত জুন, জুলাই ও আগস্ট হচ্ছে গাছের চারা লাগানোর উপর্যুক্ত সময়। এ সময় আলো-বাতাস, অনুকূল তাপমাত্রা, বৃষ্টি পর্যাপ্ত থাকে বলে চারাও সুন্দরভাবে প্রকৃতির মধ্যে বেড়ে ওঠে। 
Number of participants
40
Service hours
4
Beneficiaries
400
Location
Bangladesh
Topics
Nature and Biodiversity
Humanitarian action
Peacebuilding
Responsible consumption
Youth Programme
Initiatives
Environment and Sustainability
Peace and Community Engagement

Share via

Share