গাছ লাগাই পরিবেশ বাঁচাই
পরিবেশ দূষন এর কারনে কার্বন ডাই অক্সাইড এর পরিমান বাড়ছে। এর কারনে প্রাকৃতিক বিপর্যয় দেখা দেয়। পরিবেশ এর ভারসাম্য রক্ষা জন্য এ কাজে আগ্রহী হয়েছি। প্রাকৃতিক এ দূর্যগ এর কারনে অনেক সমস্যা হয়।এ থেকে বাঁচতে এই প্রয়াস। বৃক্ষ রোপন এ করা অতিব জরুরি। তাছাড়া প্লাস্টিকের ব্যবহার কমাতে ও ব্যবস্থা গ্রহন করতে হবে। তাই আমারা প্লাস্টিকের বোতলকে টব হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছি।
প্রথমে আমরা গাছ লাগানোর জন্য জায়গা বেছে নেই। তারপর সবাই মিলে প্লাস্টিকের বোতল সংগ্রহ করি। বোতল গুলোকে আড়াআড়ি ভাবে কাটি এবং বোতল গুলো ঝুলিয়ে রাখার জন্য সুতা দিয়ে বেধে দেই। তারপর কিছু গাছ জোগার করি, মাটি তৈরি করি এবং গাছ গুলো রোপন করি।তারপর নিয়মিত গাছে পানি দেই, এবং সবাইকে গাছ লাগানোর অনুপ্রেরণা জাগাই।
গাছ পরিবেশের ভারসাম্য রক্ষার প্রধান হাতিয়ার। গাছ পরিবেশের জন্য খুবই প্রয়োজন।মানুষের বেচে থাকার জন্য প্রয়োজন পর্যাপ্ত অক্সিজেন,আর এই অক্সিজেন আসে গাছ থেকে।গাছ আমাদের অক্সিজেন দেয় আর আমরা গাছকে দেই কার্বন ডাই-অক্সাইড। তাছাড়া গাছ ফুল ও ফল দেয়।আমরা যে গাছ লাগিয়েছি তার ফলে আমরা অক্সিজেন যেমন পাবো তেমনি পাবো ফুল, ফল। আমরা অনেক ওষুধি গাছ ও লাগিয়েছি যার ফলে অনেক মানুষ উপকৃত হবে।
গাছ থেকে আমরা অনেক উপকার পাই। যদি গাছ না বাঁচে তাহলে আমরা ও বাচবো না। গাছ ফুল, ফল,জালানি, ওষুধ, কাগজ ইত্যাদি দিয়ে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়।কিন্তু আমরা বিনা কারণেই গাছ কাটছি নিজেদের প্রয়োজনে। আমি এই প্রকল্পে কাজ করে বুঝতে পেরেছি গাছ ছাড়া আমরা বেঁচে থাকতে পারবো না কোন ভাবেই। তাই আমাদের উচিৎ একটা গাছ কাটলে আরো দুইটা গাছ রোপন করা।তাহলে গাছ ও বাঁচবে আর বাঁচবো আমরা।