এসডিজি বিষয়ক পোস্টার উপস্থাপন
প্রতিবছরের ন্যায় ২০১৮ সালেও সেবাব্রতী মুক্ত স্কাউট গ্রুপ বার্ষিক তাঁবু বাসের আয়োজন করে।যেখানে বিভিন্ন ধরনের আকর্ষণীয় প্রোগ্রাম আয়োজন করা হয়।ঠিক তেমনই একটি প্রোগ্রাম হলো পোস্টার তৈরি ও উপস্থাপন। এই প্রোগ্রামে প্রতি উপদলকে এসডিজি পৃথক গোল এর ওপর পোস্টার তৈরি করতে হয়েছে। আমি ও আমার উপদল ৬ নং গোল এর ওপর পোস্টার উপস্থাপন করি।