Profile picture for user anindaneogi
Bangladesh

একসঙ্গে এগিয়ে: জেন্ডার সমতার নতুন দিগন্ত

সমাজে এখনো নারী-পুরুষের মধ্যে বৈষম্য বিদ্যমান। লিঙ্গভিত্তিক দৃষ্টিভঙ্গি মানুষকে পিছিয়ে দেয়। আমরা চাই সমান অধিকার, সমান মর্যাদা।এই প্রকল্পের মাধ্যমে সচেতনতা ছড়ানোই ছিল লক্ষ্য। তরুণদের মাঝে সমতার বার্তা পৌঁছে দিতে চেয়েছি। কারণ, সমতা ছাড়া টেকসই সমাজ সম্ভব নয়।জন্ম নয়, যোগ্যতা হওয়া উচিত মূল্যায়নের মাপকাঠি।সমাজে সবাই যদি একে অপরকে সম্মান করে,তবেই গড়ে উঠবে সত্যিকার অর্থে মানবিক পৃথিবী।
প্রকল্পের শুরুতেই আমরা একটি ওয়ার্কশপের আয়োজন করি, যেখানে স্থানীয় শিক্ষার্থী ও যুব সমাজকে আমন্ত্রণ জানানো হয়।পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন, ভিডিও, এবং বাস্তব জীবনের গল্পের মাধ্যমে লিঙ্গ বৈষম্যের বাস্তব চিত্র তুলে ধরা হয়।এরপর অংশগ্রহণকারীদের নিয়ে ওপেন ডিসকাশন ও গ্রুপ অ্যাকটিভিটির মাধ্যমে সমতার গুরুত্ব বোঝানো হয়।আমরা পোস্টার, ব্যানার ও স্লোগানের মাধ্যমে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করি।সামাজিক যোগাযোগমাধ্যমেও বার্তা ছড়িয়ে দিতে ডিজিটাল কনটেন্ট তৈরি ও শেয়ার করা হয়।
এই প্রকল্পের মাধ্যমে আমরা বুঝেছি, সচেতনতা বাড়ালে দৃষ্টিভঙ্গির পরিবর্তন সম্ভব।তরুণদের মধ্যে আগ্রহ ও ইতিবাচক মনোভাব রয়েছে, শুধু দরকার সঠিক দিকনির্দেশনা।গ্রুপ আলোচনা ও বাস্তব উদাহরণ দারুণভাবে কাজ করেছে।আমরা শিখেছি, পরিবর্তনের শুরু নিজেকেই হতে হয়। সমতার বার্তা ছড়াতে প্রযুক্তির ব্যবহার খুব কার্যকর।সবশেষে, মানবিকতা আর সম্মানের ভিত্তিতেই গড়ে উঠবে একটী সত্যিকারের সমতার সমাজ।
Started Ended
Number of participants
8
Service hours
20
Beneficiaries
230
Location
Bangladesh
Topics
Peacebuilding
Humanitarian action
Sexual and reproductive health

Share via

Share