একাত্তরের ইদ আনন্দ
Profile picture for user rs.pappu_1
Bangladesh

একাত্তরের ইদ আনন্দ

২ আগস্ট ২০২০, ঈদের দ্বিতীয় দিন পরিবারের সাথে ঈদ উদযাপন করে ১তারিখ রাতেই রওনা হই কুড়িগ্রাম। উদ্দেশ্য একাত্তর কুটিরচর স্কুলের শিশুদের সাথে ঈদ উদযাপন। গত বছরের ডিসেম্বরে Ekattur Open Scout Group কুটিরচরে স্থাপন করে "একাত্তর কুটিরচর প্রাথমিক বিদ্যালয়" নামে একটি স্কুল। ঢাকা থেকে প্রায় ৪০০ কিলোমিটার উত্তরে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার একটি চর এলাকা হচ্ছে কুটিরচর, যা ব্রহ্মপুত্র নদীর সীমানায় অবস্থিত। ভৌগোলিক কারণেই এই এলাকার মানুষ প্রতিবছর বন্যার কবলে শিকার হয়। অতি দারিদ্রতা ও জীবনের সাথে সংগ্রাম করা এই অঞ্চলের মানুষের নিত্যদিনের অভ্যাস। বালুময় এই অঞ্চলে নেই বিদ্যুতের ব্যবস্থা, কুপির আলোতেই তাদের চাঁদরাত আর বানের জলের নিচে তারের ঈদ। প্রকৃতির সাথে লড়াই করা এই অঞ্চলের মানুষদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে পারাটা সৌভাগ্যের। স্কুলের শিক্ষার্থীদের জন্যে স্কুল ইউনিফর্ম, অভিভাবকদের জন্য শাড়ি,লুঙ্গি ও গামছা, নিত্য প্রয়োজনীয় বাজার সামগ্রী ও একটি গরু কোরবানির ব্যবস্থা করে একাত্তর মুক্ত স্কাউট গ্রুপ। সকাল থেক দুপুর পর্যন্ত স্কুলের শিশুদের সাথে সময় কাটানো হয়। ঈদ উপহার বিতরনের পর এক শিশু বলে উঠলো "ইয়ে.. আজগে মাংস দিয়া ভাত খামু" এই একটি শব্দই হচ্ছে আমার এবারের ঈদ। ৪০০+৪০০ কিলোমিটারের ৯+১০ঘন্টার জার্নি যেন এক নিমিষেই এই শিশুটির কথার কাছে তুচ্ছ। ধন্যবাদ দিতে চাই Mozammel Haque আঙ্কেলকে, আগে থেকে সকল কিছু গুছিয়ে রাখার জন্য, সাবেক সিনিয়র রোভার মেট প্রতিনিধি কুড়িগ্রাম স্টাটাস আশরাফুল ভাই ও নাগেশ্বরী কলেজের বর্তমান সিনিয়র রোভার মেট Md Anowarul Islam Manikকে ধন্যবাদ সারাদিন সময় দেয়ার জন্য। ধন্যবাদ Ekattur Open Scout Group, Nizamuddin Ahmed স্যার Rajib Paul ভাই, Kazi Muhammad Mehedi Hasan ও Si Sam কে এরকম কাজে নিজেকে সম্পৃক্ত করার সুযোগ দেওয়ার জন্যে। #Eid_Happiness_with_Ekattur
Started Ended
Number of participants
5
Service hours
80
Topics
Good Governance
Personal safety
Youth Engagement

Share via

Share