Profile picture for user adnanahmed34
Bangladesh

এডিস মশার বংশ বিস্তার রোধ।

ডেঙ্গু প্রতিরোধ সপ্তাহে আমাদের বাংলদেশে স্কাউটস গোপালগঞ্জ জেলা রোভার অনুপ্রেরিত করে।
ডেঙ্গু প্রতিরোধের জন্য আমরা স্থানীয় সরকার বিভাগের আয়োজনে এবং ইউনিসেফ এর সহযোগিতায় আমরা ৪০ জন ভলেন্টিয়ার গত ২৯ অক্টোবর ২০২৩ হতে ৪ই নভেম্বর ২০২৩ পর্যন্ত সপ্তাহব্যাপী কার্যক্রম চালাই। আমরা জমে থাকা সকল পানি ফেলে দেই এবং যে সকল স্থানে বা যে জিনিস এ পানি জমতে পারে সেগুলো নষ্ট করে দেই যেনো পরবর্তী তে সেখান থেকে এডিস মশা বংশ বিস্তার করতে না পারে।
এডিস মশা সাধারণত নারকেলের খোসা, টায়ার, প্লাস্টিকের কোনো পাত্র ইত্যাদি স্থানে তিনদিনের বেশি সময় ধরে পানি জমে থাকলেই জায়গাগুলোতে ডিম পারে, এবং সে স্থান থেকে তার বংশ বিস্তার করতে পারে।
Started Ended
Number of participants
50
Service hours
35
Beneficiaries
2000
Location
Bangladesh
Topics
Nature and Biodiversity
Health lifestyles
Personal safety

Share via

Share