Distribute masks
বর্তমান করোনা পরিস্থিতিতে করোনা ভাইরাসের ভয়াল থাবা থেকে মানুষকে দূরে রাখতে এবং সচেতনতার প্রসার ঘটাতে বাংলাদেশ স্কাউটস এর সহায়তায় বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন মাস্ক বিতরণের মহৎ উদ্যোগ গ্রহণ করেছে।
আর এই মহৎ উদ্যোগে অংশ নিতে একাত্তর মুক্ত স্কাউট গ্রুপের রোভাররা নিজেদের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে ভোর ৪:৩০ মিনিট হতে প্রথম ধাপে ২০০০পিস মাস্ক সদরঘাট লঞ্চ টার্মিনালে বিতরণ করে যাচ্ছে।
যেহেতু মানুষের জীবন আর থেমে থাকতে পারে না তাই এই চলমান জীবনে সকলে যেন সাবধানে থাকে তারই প্রয়াস এটি।
#Ekattur
#BangladeshScouts
#MoPTeamBangladesh
#BUETAA