Disaster management and preparedness Training Course
ভারত স্কাউটস ও গাইডস আয়োজিত ''ডাইজাস্টার ম্যানেজমেন্ট এন্ড প্রিপেয়ার্ডনেস ট্রেইনিং কোর্স'' এ বাংলাদেশ স্কাউটস থেকে ১৭ জন রোভার স্কাউটস এবং ২ জন কোর্স লিডার অংশগ্রহন করে।১৫ দিন ব্যাপি এই কোর্স এ দুর্যোগ মোকাবেলা সম্পর্কে আলোচনা করা হয়।