ঢাকা জেলা রোভারের বিশ্ব শান্তি দিবস পালন
২১/৯/১৯
উপস্থিতি :৯.৩০মিনিট
উদ্বোধন:১০.০০মিনিট
রেলি বাস্তবায়ন:১০.৩০ মিনিট
বৃ্ক্ষরোপন কর্মসূচী:১১.৩০ মিনিট
সেশন:১২:০০মিনিট
সমাপনী অনুষ্ঠান :১২.৩০মিনিট
রোভার : ৩১০ জন
রোভার লিডার: ৪০ জন
সকাল ১০টায় সতেজ পরিবেশে International Day of PEACE এর শুভ উদ্বোধন করেন জনাব মু: ওমর আলী, এলটি, বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভার। উদ্বোধন অনুষ্ঠান শেষে সকলে রেলিতে অংশগ্রহণ করেন। সকল স্কাউটদের সাথে রেলিতে অংশগ্রহন করেন জনাব মু ওমর আলী, বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভার।আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ মোহাম্মদ আলী চৌধুরী মানিক, কোষাধ্যক্ষ, বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভার ও জনাব মোঃ ফরহাদ হোসেন, সহকারী কমিশনার, বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভার।রেলির মাঝে রাস্তার পাশে প্লে-কার্ড ধরে মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে আবার রেলি করে সবাই ভেনুতে(সরকারি পদ্মা কলেজ) ফিরে আসেন। ৬ টি গাছ লাগানোর মাধ্যমে বৃক্ষ রোপণ কর্মসূচী বাস্তবায়ন করা হয়। পরবর্তীতে শুরু হয় সেশন। সেশনে peace কি?, scout org.com কি? scout org.com এ কিভাবে ID খুলতে হয় এবং কিভাবে project দিতে হয়? এ সকল বিষয় সম্পর্কে বিস্তারিত বুঝানো হয় এবং যাদের scout.orgতে একাউন্ট খোলা নেই তাদের একাউন্ট খোলা ও উক্ত প্রোগ্রামের সকল বিষয় নিজ নিজ আইডিতে প্রজেক্ট সাবমিট করা হয় । সর্বশেষে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং প্রতিজ্ঞা পাঠের মাধ্যমে আনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।