দীক্ষা প্রোগ্রাম-২০২১
স্বাস্থ্যবিধি মেনে গত ২২ জানুয়ারী ২০২১ রোজ শুক্রবার, বিএএফ শাহীন কলেজ অডিটোরিয়াম এ টাইগার শার্ক ওপেন এয়ার স্কাউট গ্রুপের 'দীক্ষা অনুষ্ঠান' অনুষ্ঠিত হয়।
দীক্ষা অনুষ্ঠানে স্কাউট, রোভার, গার্ল-ইন-স্কাউট, গার্ল-ইন-রোভার সহ মোট ১৪ জন দীক্ষা প্রাপ্ত হয়। উক্ত দীক্ষা অনুষ্ঠানে টাইগার শার্ক ওপেন এয়ার স্কাউট গ্রুপের সম্পাদক জনাব শেখ আরিফুর রহমান রাজু, যুগ্ম সম্পাদক মোঃ নাজিম উদ্দিন রিপন, গ্রুপ স্কাউট লিডার মোঃ মনোয়ার হোসাইন শাওন, রোভার স্কাউট লিডার মোঃ মাসহুরুল হক রাজন, রোভার স্কাউট লিডার নাসরিন সুলতানা চৌধুরী নিসা, স্কাউট লিডার সাইদুল ইসলাম রুহান এবং কাব, স্কাউট ও রোভার স্কাউট লিডারগণ সহ সম্মানিত অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
দলের সিদ্ধান্তে স্বাস্থ্যবিধির কারনে দীক্ষা প্রার্থীদের মধ্য হতে প্রথমাংশে ১৪ জনকে দীক্ষা প্রদান করা হয় এবং পরবর্তী তারিখে দলের বাকী নবাগত সদস্যদেরকে দীক্ষা দেওয়া হবে। পাশাপাশি দলীয় সিদ্ধান্ত অনুযায়ী দলের কাব, স্কাউট ও রোভার সদস্যদের উপস্থিতি সীমিত রাখা হয়েছিল।
#tsoasg
#AirScout
#DhakaDistrictAir
#AirRegion