
দেশের আপোদকালীন সময়ে ট্রাফিক এর দায়িত্ব পালন
বাংলাদেশ সরকারের পতন এর পর বাংলাদেশের ট্রাফিক অবস্থার অবনতি হতে থাকে। এমতাবস্থায় আমরা কিছু রোভাররা মিলে মিরপুর-১০, মিরপুর-১২ এর ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালনের জন্য উদ্বুদ্ধ হই।
যখন বাংলাদেশ সরকারের পতন এর পর বাংলাদেশের ট্রাফিক অবস্থার অবনতি হতে থাকে তখন আমরা রোভাররা মিলে মিরপুর-১০,১২ এর দায়িত্ব হাতে তুলে নি । আমরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে যাই এবং প্রয়োজন অনুসারে বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করি।রাস্তার যানজট নিরসনে সর্বোচ্চ চেষ্টা করি। পথচারীদের রাস্তা পারাপার করে দি , বিভিন্ন ব্যানার ফেস্টুন এর মাধ্যমে মানুষকে রাস্তা চলাচলের নিয়ম-কানুন এর ব্যাপারে সচেতন করি ।
রাস্তায় নিরাপদ ভাবে চলাচলের জন্য ট্রাফিক আইন খুবই প্রয়োজনীয়। এতে করে মানুষের জীবনের ঝুঁকি কমে। ঠিকঠাকভাবে ট্রাফিক আইন মেনে যানবাহন চালালে দুর্ঘটনায় ঝুঁকি একদমই কমে যায় তার সাথে অস্বস্তিকর যানজট থেকে অনেকটাই রেহাই পাওয়া যায়। মানুষ স্বাচ্ছন্দে তাদের গন্তব্য স্থলে পৌঁছাতে পারে এতে করে তাদের সময় সাশ্রয় হয়।