Profile picture for user jahidulislam.faim
Bangladesh

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা সপ্তাহ ২০২৩

বাংলাদেশে ১২৩ প্রজাতির মশার রেকর্ড রয়েছে। তার মধ্যে বর্তমানে ঢাকায় প্রায় ১৪ প্রজাতির মশা পাওয়া যায়। মশার প্রতিটি প্রজাতির প্রজনন, আচরণ ও রোগ বিস্তার ক্ষমতা ভিন্ন। সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে গেলে মশার প্রজাতি ও আচরণভেদে নিয়ন্ত্রণব্যবস্থা আলাদাভাবে নিতে হবে।
ডেঙ্গু প্রতিরোধের জন্য আমরা স্থানীয় সরকার বিভাগের আয়োজনে এবং ইউনিসেফ এর সহযোগিতায় আমরা ৪০ জন ভলেন্টিয়ার গত ২৯ অক্টোবর ২০২৩ হতে ৪ই নভেম্বর ২০২৩ পর্যন্ত সপ্তাহব্যাপী কার্যক্রম চালাই।
আমাদের এই পরিচ্ছন্নতা অভিযানের ফলে অনেক মানুষ সচেতন হয়েছে। অনেক মানুষকে তাদের বাড়ির আশপাশের ময়লা-আবর্জনা চিন্তিত করে ডেঙ্গু মশা নিয়ে সচেতন করেছি।
এই প্রজেক্টটি নিয়ে কাজ করার সময় আমি শিখেছি যে,ডেঙ্গু মশা সাধারণত নারকেলের খোসা, টায়ার, প্লাস্টিকের কোনো পাত্র ইত্যাদি স্থানে তিনদিনের বেশি সময় ধরে পানি জমে থাকলেই জায়গাগুলোতে ডিম পারে।
Started Ended
Number of participants
1
Service hours
49
Beneficiaries
100000
Topics
Clean Energy
Health lifestyles
Personal safety
SDGS

Share via

Share