ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন২০১৯
ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন২০১৯
অগ্রদূত মুক্ত রোভার স্কাউট গ্রুপ এর ব্যবস্থাপনা ও পরিচালনায় ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন বড়লেখা উপজেলার শিলওয়া চা বাগানের গরিব চা শ্রমিকদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে বিগত ২৩ আগষ্ট ২০১৯ইংরেজি দুই দিন ব্যাপী চা শ্রমিকদের পরিবারের মাঝে ডেঙ্গু সম্পর্কিত তথ্য অবহিত করা ও লিফলেট বিতরণ করা হয়। কিভাবে স্বাস্থ্য বিধি মেনে বাড়ির আশপাশ পরিষ্কার ও জমে থাকা পানি নিষ্কাশন বাড়ির আশেপাশের সকল আগাছা নিধন করা যাহার ফলে মশার আবাসস্হল নিধন করা সম্পর্কে বুঝিয়ে বলা হয়। উক্ত ক্যাম্পেইন এর সাথে শতস্ফুর্ত ভাবে অংশগ্রহন করেন দলের ইউনিট লিডারগন, রোভার সদস্য, স্কাউট সদস্য ও গার্ল ইন স্কাউট সদস্যবৃন্দ অংশগ্রহন করেন। ক্যাম্পেইন এ স্থানীয় পরিবারেরর মাঝে ব্যাপক সাড়া পাই ও আমাদের অনেক সহায়তা করেন যা আমদের কার্যক্রমকে অনেক সহজ ও সাফল্যমন্ডিত করেছে। আমরা এই ধরণের ক্যাম্পেইন বাস্হবায়ন করে অনেক আনন্দিত ও অনুপ্রেরণা পেয়েছি যা পরবর্তীতে এই ধরণের কার্যক্রম বাস্হবায়ন এর ক্ষেত্রে অনেক সহায়তা করবে।