ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি

ডেঙ্গু আমাদের এলাকায় প্রতিনিয়ত একটি ভয়াবহ সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। প্রায়ই খবরের কাগজে ডেঙ্গু আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ার কথা প্রকাশিত হয়। আশেপাশে জমে থাকা পানি, নোংরা জায়গা আর মানুষের অসচেতনতার কারণে মশা দ্রুত ছড়াচ্ছে। এসব দেখে আমরা ভাবলাম, যদি নিজেরাই এগিয়ে না আসি তবে পরিবর্তন হবে না। তাই মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করা এবং পরিবেশকে পরিষ্কার রাখা আমাদের দায়িত্ব মনে হয়েছে। এই দায়িত্ববোধ আর সমাজকে সুস্থ রাখার ইচ্ছাই আমাদের এই প্রজেক্ট করার সবচেয়ে বড় অনুপ্রেরণা।

আমরা প্রথমে স্কাউট সদস্যদের নিয়ে একটি পরিকল্পনা তৈরি করি। এরপর নির্দিষ্ট দিনে সবাই মিলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার ও চাষাড়া রেল স্টেশন এলাকায় জমে থাকা পানি, আবর্জনা ও মশার প্রজননস্থল পরিষ্কার করি। একই সঙ্গে আশেপাশের মানুষকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন করতে লিফলেট বিতরণ করি এবং তাদের সঙ্গে সরাসরি কথা বলি। আমরা বোঝাই কীভাবে ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হবে এবং জমে থাকা পানিতে মশা জন্মাতে না দেওয়া যায়। এইভাবে আমরা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করি।

এই প্রজেক্ট থেকে আমরা শিখেছি যে ছোট ছোট উদ্যোগও সমাজে বড় পরিবর্তন আনতে পারে। মানুষকে সচেতন করা যতটা জরুরি, পরিবেশ পরিষ্কার রাখা ততটাই গুরুত্বপূর্ণ। আমরা বুঝেছি একা নয়, দলবদ্ধভাবে কাজ করলে কাজের প্রভাব অনেক বেশি হয়। আরও একটি বড় শিক্ষা হলোমানুষকে যদি ভালোভাবে বোঝানো যায়, তারা সহজেই পরিবর্তনের জন্য এগিয়ে আসে। এই কাজের মাধ্যমে আমাদের নেতৃত্ব, পরিকল্পনা আর একসঙ্গে কাজ করার দক্ষতাও বেড়েছে।

Number of participants
50
Service hours
300
Beneficiaries
500
Location
Bangladesh
Topics
Good Governance
Healthy Planet
Humanitarian action

Share via

Share