Profile picture for user jahid_hossain
Bangladesh

ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম।

এই দিনগুলোতে ডেঙ্গু রোগের প্রবণতা বেড়েই চলেছে এই ডেঙ্গু রোগটা তৈরি হয় ডেঙ্গু মশা থেকে। এই ডেঙ্গু মশা সৃষ্টি হয়েছে বিভিন্ন জমে থাকা ময়লা আবর্জনা যেমন প্লাস্টিকের বোতলে ময়লা পানি জমে থাকা ইত্যাদি। এই ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে প্রায় অনেক মানুষ মারা গেছে। এখন আমাদের এই পরিবেশ ও সমাজকে বাচানো জন্য ময়লা আবর্জনা জমিয়ে না থাকা , অন্যদের সচেতন করা এবং নিজের জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এই জন্য আমি আনুপ্রানিত হয়ে প্রকল্পটি বাস্তবায়িত করেছি
আমরা আমাদের প্রকল্পটি মিল্লাত উচ্চ বিদ্যালয়ে বাস্তবায়িত করেছি । আমরা এই প্রকল্পে মিল্লাত উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপের সদস্য এবং ইয়ুথ'স ফাউন্ডেশন নামক সেচ্ছাসেবী সংস্থার সদস্যরা মিলে যৌথভাবে কাজ করেছি । আমরা প্লাস্টিকের বোতলে জমে থাকা ময়লা পানি ফেলে বোতলটি বস্তায় রাখি এবং সকল ময়লা আবর্জনা পরিষ্কার করি। এবং এই প্রকল্প সুন্দর সুষ্ঠ ভাবে সম্পূর্ণ করি।
এই প্রকল্পের কারণে ডেঙ্গু রোগ থেকে বাঁচার সম্ভাবনা বেড়ে যাবে । প্রায় 100 জনের বেশি শিক্ষার্থী ডেঙ্গু মশার আক্রমণ থেকে রক্ষা পায়।
এই প্রকল্প থেকে আমি কিভাবে ডেঙ্গু রোগ প্রতিরোধ করা যায়, কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় ইত্যাদি বিষয়ে শিখেছি এবং সামনে যদি ডেঙ্গু প্রতিরোধে মানুষদের সচেতনতা করা যেত তাহলে প্রকল্পটি আরও সুন্দর হতো।
Number of participants
6
Service hours
36
Beneficiaries
98
Location
Bangladesh
Topics
Clean Energy
Humanitarian action
Healthy Planet
Initiatives
Environment and Sustainability
Peace and Community Engagement

Share via

Share