Profile picture for user dibakar saha
Bangladesh

ডেঙ্গু প্রতিরোধে ক্যাম্পেইন

বর্তমানে অবস্থা প্রেক্ষাপটে অল্প বৃষ্টিতে চারদিকে পানি পানি জন্মে এ কারণেই এডিস ও ডেঙ্গু মশার উৎপাত বেড়ে যায় এর থেকে রক্ষা পাওয়ার না আমরা এই সচেতনামূলক ক্যাম্পেইন

আমাদের এলাকায় ডেঙ্গুর প্রভাব সম্প্রতি খুব বেড়ে গেছে যে কারণে প্রতিদিন হাজারো মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছে। কেউ কেউ তো আবার মারাও যাচ্ছে। মানবসমাজ থেকে এই মরণব্যাধি রোগ দূরীকরণের জন্য আমরা বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের মাঝে সচেতনতা তৈরির চেষ্টা করেছি। আমরা লিফলেট এর মাধ্যমে এবং সচেতনতামূলক বানী দিয়ে মানুষের মাঝে সচেতনতা তৈরি করি। আমরা উক্ত ক্যাম্পেইন পরিচালনার জন্য ২দিনে মোট ৮ টি এলাকায় গিয়ে মানুষের মাঝে সচেতন করি। যেকোনো দুর্যোগে একত্রে কাজ করলে সহজেই উক্ত দুর্যোগের মোকাবিলা করা সম্ভব।

এ কর্মসূচি দ্বারা আমরা চেষ্টা করেছি ডেঙ্গু সম্পর্কে জনসাধারণ মানুষকে সচেতন করতে এবং তাদের জীবনমান উন্নয়ন করতে এবং ডেঙ্গু প্রতিরোধে কাজ করতে। 

Started Ended
Number of participants
20
Service hours
4
Beneficiaries
500
Location
Bangladesh
Topics
Better Choice
Global Support Assessment Tool
Nature and Biodiversity
Initiatives
Environment and Sustainability

Share via

Share