ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা কার্যক্রম।
রাখিব চারপাশ পরিষ্কার, করিবো ডেঙ্গু প্রতিকার’-এ স্লোগান সামনে রেখে টংগী সরকারি কলেজ রোভার ও গার্ল-ইন রোভার ইউনিট এর উদ্যোগে জনসচেতনতামূলক ডেঙ্গু প্রতিকার ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
টংগী সরকারি কলেজ এর সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মোঃরফিকুল ইসলাম স্যার কর্মসূচি টি উদ্বোধন করেন এবং ইউনিট এর গ্রুপ সম্পাদক জনাব মো সরোয়ার হোসেন স্যার এর নেতৃত্বে কলেজ গেইটের এর সামনে ও আশেপাশের এলাকায় জনসচেতনতামূলক র্যালি ও স্লোগান দেওয়া হয় এবং ডেঙ্গুর প্রতিকার নিয়ে জনসচেতনতামূলক আলোচনা করা হয়।
ডেঙ্গু প্রতিকার নিয়ে আলোচনার পাশাপাশি কলেজ মাঠ-প্রাঙ্গন, আশেপাশে পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন করা হয়।
আলোচনায় বক্তারা বলেন, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে। ডেঙ্গু শুধু সরকারের একার পক্ষে নির্মূল করা সম্বব নয়। সে জন্য চাই সবার সমন্বিত উদ্যোগ। এডিস মশা যেন স্কুল-কলেজ, ক্লাসরুম, বাসাবাড়ি, অফিস-আদালত কোথাও বিস্তার ঘটাতে না পারে, সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে। সচেতনতার অভাবেই দেশে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছে।
এই সচেতনতা কার্যক্রম এর মাধ্যমে মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে আগ্রহী এবং ডেঙ্গু নির্মুল কার্যক্রম গ্রহনে কার্যকরি পদক্ষেপ নিতে সহায়তা করবে।মানুষ সচেতনতা সাথে ডেঙ্গু থেকে নিজেকে এবং দেশকে রক্ষারতে অংশ নিবে।
তাই এডিস মশামুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সামাজিক সচেতনতামূলক আন্দোলন গড়ে তুলতে হবে। সামাজিক সচেতনতামূলক আন্দোলন ছাড়া ডেঙ্গু মশা থেকে রেহাই পাওয়ার উপায় নেই। তাই নিজে সচেতন থাকুন অন্যকেও সচেতন করুন।
ডেঙ্গু হলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে।