Profile picture for user fairuz_humaira13
Bangladesh

ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম

ডেঙ্গুতে প্রতিনিয়ত মানুষ আক্রান্ত এবং মৃত্যুবরণ করেছে তাই আমরা এই পদক্ষেপটি নিয়ে পরিবেশকে এবং জনগণকে ডেঙ্গু থেকে রক্ষা রুপ করতে এই উদ্যোগ নিয়েছি
ডেঙ্গুতে মানুষ আক্রান্ত হচ্ছিল এবং মৃত্যুবরণ করছিল তাই আমরা নিজ উদ্যোগে যেখানে পানি জমা এবং যেখানে এডিস মশা জন্মাতে পারে সেই সবখানে আমরা পানি অপসারণ এবং বর্জ্য অপসারণ করি। যাতে করে এডিস মশা জন্মে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি রোধ করতে পারি।
আমরা প্রজেক্টটি যেখানে করি সেখানে সেই এলাকা ছিল একটি জনবহুল এলাকা। সেখানে আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় পানি জমা পলিথিনের পানি জমা এবং ডাবের খোসা আশেপাশে ফেলা রয়েছে কিন্তু সাধারণ জনগণের এই এসব নিয়ে বা ডেঙ্গু নিয়ে তাদের কোন মাথাব্যথা নেই তারা স্বাচ্ছন্দ্য মতো চলাফেরা করছে তাই আমরা এ প্রজেক্ট থেকে লক্ষ্য করেছি জনগণ ডেঙ্গু নিয়ে খুবই অসচেতন
Number of participants
3
Service hours
3
Beneficiaries
75
Location
Bangladesh
Topics
Global Support Assessment Tool
Healthy Planet
Humanitarian action

Share via

Share