ডেঙ্গু নিধনে ঠাকুরগাঁও জেলা স্কাউটস ও জেলা রোভার।
ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষা পেতে ডেঙ্গুর লার্ভা ও বাসস্থান নিধনের কর্মসূচি পরিচালিত হয়। কর্মসূচির নির্দেশনা প্রদান করেন বাংলাদেশ স্কাউটস।
এরই অংশ হিসেবে আমার নেতৃত্বে ও ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সহোযোগিতায় ঠাকুরগাঁও জেলা রোভারের ও জেলা স্কাউটস এর ৫০জন স্কাউট সদস্য নিয়ে প্রতিদিন ৩ঘন্টা করে কাজ করি। শহরের আনাচে কানাচে জমে থাকা পানি,ফুলের টবে জমে থাকা পানি,আগাছা দমন সহ জনসচেতনতায় কাজ করি।
আমাদের সাথে কাজ করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক জনাব কে এম কামরুজ্জামান সেলিম স্যার। টানা ৭দিন অব্যাহত ছিলো আমাদের এই কর্মসূচি।