ডেঙ্গু নিধনে জনসচেতনতা মূলক কার্যক্রম -২০২৩

সঠিক নেতৃত্বর মাধ্যমে দলবদ্ধ ভাবে কাজ করলে মানুষের উপকার এ আসে এমন প্রকল্প গুলো বাস্তবায়ন করা খুবই সহজ হয়ে উঠে।
আমরা দলবদ্ধ ভাবে প্রথমত হাসপাতালে গিয়ে রোগীদের পরিদর্শন করে এবং সকল সমস্যা গুলো সম্পর্কে জেনে তথ্য নিয়ে গ্রুপে ফিরে এসে আলোচনা করে জনসচেতনতা কার্যক্রম করার সিদ্ধান্ত গ্রহণ করি। আমাদের গ্রুপ সভাপতি ও লিডারকে এ সম্পর্কে জানাই তাদের সাহায্য নিয়ে আমরা লিফলেট বিতরণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাই ডেঙ্গু মশা ধ্বংস করতে।
মানুষের এবং নিজের উপকার করার যদি সিদ্ধান্ত গ্রহণ করা যায় তাহলে সঠিক ভাবে উপকার এ আসে সকলের এমন প্রকল্প বাস্তবায়ন করা যায়। একাই না করে সকলকে নিয়ে কাজ করলে কাজটি সঠিক এবং সুন্দর করে করা সম্ভব হয়।
Number of participants
23
Service hours
6
Beneficiaries
1000
Location
Bangladesh
Topics
Healthy Planet
Interpersonal skills
Humanitarian action

Share via

Share