Profile picture for user Rover Monam Shahriar_1
Bangladesh

ডেমরায় পাশা লাইট ফ্যাক্টোরিতে আগুন নিয়ন্ত্রনে সেবাদান।

গতকাল(০৫/১১/২০২০) সন্ধ্যা আনুমানিক ৫.৩০ মিনিটে পাশা লাইট গোডাউন,ভুট্টা রোড, কোনাপাড়া ডেমরায় ভয়াবহ অগ্নিকাণ্ডে গ্রুপের ৮জন রোভার স্কাউট সদস্য সবার সাথে নিঃশ্বার্থে কাধে কাধে মিলিয়ে সেবা প্রদান করেছে এবং সাথে আরো বিভিন্ন গ্রুপের স্কাউট সদস্যরাও কাজ করেছেন। সত্যি কথা বলতে কি রোভারদের অন্য কারো দ্বারা অনুপ্রানিত হওয়ার প্রয়োজন হয় না তারা নিজেরাই এক একটি অনুপ্রেরনা। শাহজাহানপুর রেলওয়ে ওপেন স্কাউট গ্রুপের#সিনিয়র_রোভার_মেট #মোঃ_হৃদয়_হোসেন গ্রুপের রেসপন্স টিমকে অবহিত করেন এবং সাথে সাথে ৮জন রোভার প্রস্তুত হয়ে যায় দূর্ঘটনা স্থলে যাওয়ার জন্য। গ্রুপের #সিনিয়র_রোভার_মেট #মোঃ_হৃদয়_হোসেন তাৎক্ষণিক ভাবে ঢাকা রেলওয়ে জেলার #সম্পাদক #জনাব_মোঃ_নাজমুল_হক_টিটু স্যারের অনুমতি ক্রমে এবং গ্রুপের সহ-সভাপতি Mohammad Shamsul Huq স্যারকে অবগতি করন ও #গ্রুপ_সম্পাদক #জনাব_মোঃ_ওসমান_আলির স্যারের নির্দেশে ৮জন রোভার নিয়ে দূর্ঘটনা স্থলের উদ্দ্যেশে রওনা দেন। #সিনিয়র_রোভার_মেট এর নেতৃত্বে রোভারমেট #মোঃ_মেহেদী_ইসলাম রোভারমেট #মোঃ_কাউসার_আহমেদ_সৈকত রোভার #মোঃমোনেম_শাহরিয়ার_মিনার রোভার #মোঃফারহান_তানজিল_নাসিফ রোভার #মোঃ_রাশেদুল_আলম_রনি রোভার #মোঃসাঈদ_হাসান_সিফাত #রোভার_মোঃ_আজিজুল_ইসলাম (জিনিয়াস ওপেন স্কাউট গ্রুপ) আনুমানিক সন্ধ্যা ৭:০০ মিনিটে হাতের কাছে যা কিছু পেয়েছে তা নিয়ে সেবা দিতে চলে যান। অনেক পরিশ্রমের কাজ হলেও সবাই তাদের সাধ্যের বেশি সেবা প্রদান করেছেন।
Number of participants
10
Service hours
180
Topics
Global Support Assessment Tool
Communications and Scouting Profile
Personal safety
Youth Engagement

Share via

Share