দোকান পর্যায়ে প্লাস্টিক পুনঃব্যবহার এবং প্লাস্টিক বিকল্প ব্যবহার করার বিষয়ে বাস্তবায়ন ও উৎসাহ প্রদান করা।
প্লাস্টিক টাইড টার্নার চ্যালেন্জের চ্যাম্পিয়ান পযার্যের কাযর্ক্রমের অংশ হিসাবে প্রতিষ্ঠান/ সংস্থা/ দোকান/ ব্যক্তি পর্যায়ে প্লাস্টিক পুনঃব্যবহার এবং প্লাস্টিক বিকল্প ব্যবহার করার বিষয়ে বাস্তবায়ন ও উৎসাহ প্রদান কাযর্ক্রমের অংশ হিসাবে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট এর রোভার সদস্যারা মিলে সচেতনতা মূলক লিফলেট প্রদান করেছি.