আমরা বিশ্ব শান্তি দিবস পালন করেছি । আমাদের বিদ্যালয়ের গাইডদের নিয়ে একটি পদযাত্রা হয়েছিলো।ওই দিন আমরা সচেটনমুলক পোস্টার তৈরি করে আমাদের আসেপাসের মানুষদের সচেতন ও শান্তির বার্তা দেওয়ার চেষ্টা করেছি।