Cake Festival 2020
Profile picture for user MD. FAZLE RABBY_1
Bangladesh

Cake Festival 2020

ক্রিস্টাল ওপেন স্কাউটস এর ঐতিহ্যের ধারাবাহিকতায় ২৫ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারী ২০২০, শুক্রবার ঘরের মাঠ পোস্ট অফিস হাই স্কুলে "পিঠা উৎসব" আয়োজন করেছিলো। বিগত সময় গুলোতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা রমনা পার্কে আয়োজন করা হয়েছিলো। বাহারি রকমের শীতকালীন পিঠা তৈরির কাজটি ছিল দলের রোভারদের উপর। ক্রিস্টাল ওপেন স্কাউটস এর ঐতিহ্যবাহী অনুষ্ঠান পিঠা উৎসেব শুধুমাত্র দলের রোভার স্কাউট, প্রাক্তন রোভার এবং দলের গ্রুপ কমিটির সদস্যরাই শুধু এই পিঠা উৎসবের পিঠার আনন্দ নেন নি পাশাপাশি তাঁরাও নিয়েছেন যারা দিন শেষে নিজেদের দু মুঠো খাবারের মাঝেই নিজেদের টিকিয়ে রাখার লড়াই করে ।সেখানে পিঠা খেতে পারাটা তাদের আনন্দকে বাড়িয়ে দেয়। আনন্দঘন মুহূর্তের কিছু স্থির চিত্র। কৃতজ্ঞতা সকলের প্রতি। ভালবাসার ক্রিস্টাল <3
Number of participants
30
Service hours
60
Topics
Youth Engagement
Youth Programme

Share via

Share