চকবাজার অগ্নিকান্ড, ঢাকা, বাংলাদেশ
চকবাজার অগ্নিকান্ড, ঢাকা, বাংলাদেশ
২০শে ফেব্রুয়ারি রাত ১০.৩০ এ চকবাজার চুরিহট্টায় গ্যাস সিলিন্ডার বিষ্ফরনে অাগুন লাগে। অাগুন লাগার সাথে সাথে ঢাকা জেলা রোভারের রোভার স্কাউটরা ঘটনাস্থলে যায় এবং উদ্ধাজ ও অাগুন নেভানোর কাজ শুরু করে। এই ঘটনাই মোট ৩৭জন মানুষ মারা যায়। উদ্ধার কাজে ১৪৫ জন রোভার স্কাউট অংশ নেন।